আজ বুধবার, ১৪ এপ্রিল ২০২১, ০১:০০ অপরাহ্
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডার পড়ে চারজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন চীনের নাগরিক। রোববার সকালে এ ঘটনা ঘটে।
আহত চারজনকে পঙ্গু হাসপাতাল ও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে।
পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মো. শহিদুল্লাহ জানান, সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দর গোলচত্বরের পাশে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে শ্রমিকরা কাজ করছিলেন। হঠাৎ গার্ডার ভেঙে পড়ে এ ঘটনা ঘটে।