আজ বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১, ০৬:০৬ পূর্বাহ্ন
এলডিপি ফেনী জেলা নেতৃবৃন্দের এবি পার্টিতে যোগদান ঃ এলডিপি ফেনী জেলার সেক্রেটারী মাস্টার আহসান উল্লাহ সাহেবের নেতৃত্বে শাহাদাত হোসেন সাজু,আব্দুস সাত্তার, রোকসানা আক্তার( শাহানা) সহ জেলা নেতৃবৃন্দ আনুষ্ঠানিক ভাবে এবি পার্টিতে যোগদান করেন।উক্ত অনুষ্ঠানে এবি পার্টিির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ঃ ইন্জিনিয়ার শাহ আলম( বাদল), জীলানী মজুমদার, আফলাতুন বাকী,মীর ইকবাল এবং ইকবাল মিসৌরী।