আজ রবিবার, ১১ এপ্রিল ২০২১, ০৪:৪৯ পূর্বাহ্ন
ময়মনসিংহ প্রতিনিধিঃ বিভাগীয় পর্যায়ে সাংবাদিকদের জন্য অনুসন্ধানী সাংবাদিকতায় তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মসূচী আজ ১৬ জানুয়ারী বিকেলে ময়মনসিংহ সিটি করপোরেশন সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে ও তথ্য কমিশনের সার্বিক সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য কমিশনার সুরাইয়া বেগম এনডিসি,অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( সার্বিক) নিরঞ্জন দেবনাথের সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন জিটিভি ও সারাবাংলা ডট নেটের প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা। প্রশিক্ষনে ময়মনসিংহের বিভিন্ন প্রিন্ট,ইলেকট্রনিকস ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।