আজ রবিবার, ১১ এপ্রিল ২০২১, ০৪:৪৪ পূর্বাহ্ন
সাইফুল আরিফ জুয়েল: নেত্রকোনার মোহনগঞ্জে অবস্থিত আইসিটি শিক্ষার সবচেয়ে বড় প্রতিষ্ঠান “হাওর কম্পিউটার ট্রেনিং সেন্টার”। দীর্ঘদিন যাবত এ প্রতিষ্ঠানটি কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ৬মাস মেয়াদী ডিপ্লোমা কোর্সে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। আজ বৃহস্পতিবার জুলাই- ডিসেম্বর সেশনের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী রেজাউল করিমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. শহীদ ইকবাল। প্রধান অতিথির দেয়া বক্তৃতায় শহীদ ইকবাল বলেন, বর্তমানে কম্পিউটার শিক্ষার বিকল্প নেই। প্রধানমন্ত্রীর ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের আইসিটি শিক্ষায় বেশি মনোযোগী হতে হবে। এ সময় তিনি শিক্ষার্থীদের বিভিন্ন অনপ্রেরণা দেন।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের সভাপতি ও প্রেসক্লাব সম্পাদক মাসুম আহম্মেদ, মোহনগঞ্জ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এমদাদুল ইসলাম খোকন, প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম আজাদ, সিনিয়র সাংবাদিক এস.এম.সারোয়ার খোকন, সাংবাদিক লুৎফা, শিক্ষক মোশারফ হোসেন প্রমুখ।