আজ বুধবার, ১৪ এপ্রিল ২০২১, ০১:০৫ অপরাহ্
পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে গত কয়কেদনি ধরে বইছে মৃদু শত্যৈপ্রবাহ। শীত এবং কুয়াশাও বাড়ছে একই সঙ্গে পাল্লা দিয়ে । এই শৈত্য প্রবাহের কারণে চরম র্দুভোগে পড়ছে অত্র অঞ্চলের জনজীবন।
আজ (শুক্রবার ২০ ডিসেম্বর) সকালে জেলার তাপমাত্রা রর্কেড করা হয়েছে ১০ দশমকি ৪ ডিগ্রি সলেসয়িাস। কয়কে ঘণ্টার ব্যবধানে তা ১০ দশমকি ১ ডিগ্রি সলেসয়িাসে এসে দাঁড়ায়। বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এলাকার রাস্তা ও চায়ের দোকানের পাশে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণে আগুন পোহাচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। এদিকে প্রচণ্ড ঠাণ্ডা বাতাসের কারণে প্রায় জনশূন্য হয়ে পড়েছে এলাকার রাস্তাগুলো
এদিকে, বৃহস্পতবিার (১৯ ডসিম্বের) দিনের সর্বোচ্চ তাপমাত্রা রর্কেড করা হয়েছিল ২১ দশমকি ৩ ডিগ্রি সলেসয়িাস।