আজ রবিবার, ১১ এপ্রিল ২০২১, ০৫:০৪ পূর্বাহ্ন
সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী একটি পরিবার।
আজ শনিবার সকালে উপজেলার সান্ডিয়াল সলপ গ্রামের বাসিন্দা মালা খাতুন ও শশুড় শাজাহান আলী তার নিজ বাড়ীতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে বলেন, আমার জায়গা জমি অবৈধভাবে দখলের চেষ্টায় একই গ্রামের তরুন ও রশিদ গং সহ কিছু সন্ত্রাসী ও উচ্ছৃঙ্খল লোক দীর্ঘদিন আমার ওপর জুলুম-অত্যাচার করে আসছে। আমি তা বাধা দিলে তারা আমাকে ও আমার পরিবারের সদস্যদের পিটিয়ে জখম করে। এ
ঘটনায় ১৬ জনকে আসামী করে গত ২০ নভেম্বর আদালতে মামলা দায়ের করা হলে অভিযুক্ত আসামীরা আমার বাড়িতে হামলা করে বাড়ি ঘর ভাংচুর করে ও আমাদের অবরুদ্ধ করে রাখে সেই সাথে মামলা তুলে নিতে হুমকি প্রদান করে।
ভুক্তভোগীদের দাবি তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। তাদেরকে নানা ভাবে হুমকি দিচ্ছে এ বিষয়ে কর্তৃপক্ষের সুদৃষ্টিও কামনা করেন।