আজ শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ০৪:১৭ পূর্বাহ্ন
মো: নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধি :
নীলফামারীতে ৫ দিন ব্যাপি আন্তর্জাতিক নাট্য উৎসব উদ্বোধন হয়েছে। শুক্রবার ১ নভেম্বর দুপুর ১২ টায় জলসিঁড়ি নাট্য সংস্থার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে নীলফামারী আন্তর্জাতিক নাট্যোৎসব-২০১৯ উদ্ভোধন হয়।
উদ্বোধনী অনষ্ঠানে নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমী মহা পরিচালক লিয়াকত আলী লাকী।
সভাপতির বক্তব্যে লিয়াকত আলী লাকী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ছিলেন শিল্পের মহান পৃষ্ঠপোষক। তিনি ১৯৭৪ সালে শিল্পকলা একাডেমী প্রতিষ্ঠা করেছেন। স্বাধীনতার পর সংস্কৃতির যে বৈপ্লবিক পরিবেশ আমরা পেয়েছিলাম তা ৭৫ পর স্থমিত করে দেওয়া হয়েছিলো। তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা শিল্প, সংস্কৃতিমনা সৃজনশীল মানবিক বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আল জাবির, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, পুলিশ সুপার আশরাফ হোসেন পিপিএম, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মমতাজুল হক, পালাকার সায়িক সাদ্দীকি প্রমূখ।