আজ বুধবার, ০৩ মার্চ ২০২১, ০৬:৫১ অপরাহ্
মাহাবুবুল আলম সোহাগ :ব্র্যাক শিক্ষা কর্মসূচি ও রাইট হেয়ার রাইট নাউ বাংলাদেশ প্ল্যাটফর্মের উদ্যোগে গত ২৩ অক্টোবর (বুধবার)
জাতীয় কন্যা শিশু দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে ময়মনসিংহের টাউন হলে রোড শো, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্ঠিত হয়। জাতীয় কন্যা শিশু দিবস অনুষ্ঠানে ব্র্যাক জেলা প্রতিনিধি ফারহানা মিল্কী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন ময়মনসিংহে অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও তথ্য যোগাযোগ প্রযুক্তি) সমর কান্তি বসাক। বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার শেখ হাফিজুর রহমান ,ময়মনসিংহ জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম,ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক কাজী আজাদ জাহান শামীম। বাংলাদেশ বেতারের সারওয়ার জাহান এর উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ ব্র্যাক শিক্ষা কর্মসূচি আঞ্চলিক ব্যবস্থাপক আমেনা আক্তার। এবারের জাতীয় কন্যা শিশু দিবসের মূল্য প্রতিপাদ্য বিষয় ছিলো”কন্যা শিশুর অগ্রযাত্রা, দেশের জন্য নতুন মাত্রা ” এই স্লোগানকে সামনে রেখে একটি রিক্সা র্যালি নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ করে টাউন হলে এসে শেষ হয়। এরপর ময়মনসিংহের টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিয়াম বাল্যবিবাহ ও নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তৃতারা তাদের বক্তব্যে বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা(এসডিজি) অর্জনের ক্ষেত্রে বাল্যবিবাহ একটি বড় বাধা। বাল্যবিবাহের কারণে ছেলে- মেয়ে উভয় শিশুরই মানবাধিকার লঙ্ঘিত হয়।অনুষ্ঠানে এছাড়াও আরও উপস্তিত ছিলেন অন্যন্যা সরকারী কর্মকর্তা, শিক্ষক, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষার্থী, কিশোর কিশোরী, ইয়ুথ এ্যাডভোকেট,সাংবাদিক ও নাগরিক সমাজের নেতৃবৃন্দ ও ব্র্যাক কর্মকর্তা সহ প্রায় ২০০ জন।