আজ বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১, ০৮:১০ পূর্বাহ্ন
নাটোরের সিংড়ায় ছেলেধরা সন্দেহে আলী আহমদ নামের মানসিক প্রতিবন্ধী তরুণকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গতকাল রোববার সন্ধ্যায় সাতটায় সিংড়া পৌর শহরের মহেশ চন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে। আটক যুবকের বাড়ি ফেনীর পরশুরামপুর উপজেলার বেরাবাড়িয়া গ্রামে।
সিংড়া পৌরসভার কাউন্সিলর আবদুল আওয়াল বলেন, গতকাল সন্ধ্যায় পৌর শহরের মহেশ চন্দ্রপুর এলাকায় একজন উদ্ভ্রান্ত তরুণকে ঘুরতে দেখা যায়। এ সময় কৈল্যার স্থানীয় বাজারের দুটি শিশুকে ওই তরুণ তাঁর ব্যাগ থেকে চকলেট বা বিস্কুট দিতে চাইলে এলাকাবাসীর সন্দেহ হয়। ছেলেধরা সন্দেহে তাঁকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।