আজ বুধবার, ১৪ এপ্রিল ২০২১, ১২:৫৭ অপরাহ্
আবারো অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানে উঠে এসেছেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান। আফগানিস্তানের রশিদ খানকে পেছনে ফেলে র্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থান থেকে সবার উপরে উঠে আসেন সাকিব।
বিগত বেশ কয়েকদিন ওয়ানডেতে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান ধরে রেখেছিলেন আফগানিস্তানের তরুণ লেগ স্পিনার রশিদ খান। সাকিব আল হাসানকে পেছনে ফেলে প্রথমবারের মত অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের সবার উপরে উঠেছিলেন তিনি। তবে আবারো শীর্ষ স্থানের মুকুট ফিরে পেয়েছেন সাকিব। আইসিসির অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে রশিদকে পেছনে ফেলে সবার উপরে এখন সাকিব।
ওয়ানডেতে বর্তমানে সাকিবের রেটিং ৩৫৯। দ্বিতীয় স্থানে রশিদের রেটিং ৩৩৯। তবে টেস্টে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। টেস্ট ক্রিকেটে তার রেটিং ৪৩৯। দ্বিতীয় স্থানে রয়েছেন সাকিব আল হাসান। টেস্টে তার রেটিং ৩৯৯। টি-টোয়েন্টিতে শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। দ্বিতীয় স্থানে রয়েছেন সাকিব। টি-টোয়েন্টিতে সাকিবের রেটিং ৩৩৮ এবং শীর্ষে থাকা ম্যাক্সওয়েলের রেটিং ৩৯০। সেরা পাঁচে সাকিবের পাশাপাশি রয়েছেন মাহমুদউল্লাহও। ২৪০ রেটিং নিয়ে চতুর্থ স্থানে তিনি।