আজ বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১, ০৭:০৬ পূর্বাহ্ন
কিলিয়েন এমবাপ্পের হ্যাটট্রিকে মোনাকোর বিপক্ষে বড় জয় পেয়েছে পিএসজি। মাঠে ফিরেছেন দলটির শীর্ষ দুই তারকা ফুটবলার নেইমার ও কাভানি। লিগ ওয়ানের খেলায় গতকাল রাতে মোনাকোর বিপক্ষে মাঠে নামার আগেই লিগ চ্যাম্পিয়ন হয়েছে পিএসজি। কারণ ওই ম্যাচে নামার আগেই সুসংবাদটা পেয়ে গেছেন নেইমার-এমবাপ্পেরা। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা দল লিলে নিজেদের পয়েন্ট হারানোতে পিএসজি আগেভাগেই লিগ চ্যাম্পিয়ন হয়ে যায়। পরে মোনাকোর বিপক্ষে লিগ ওয়ানে ঘরের মাঠে ৩-১ গোলে জিতেছে পিএসজি। ম্যাচের ১৫, ৩৯ ও ৫৫ মিনিটের মাথায় তিনটি গোল করেন ফরাসি ফুটবলার এমবাপ্পে। চলতি লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পের মোট গোল হলো ৩০টি। মোনাকোর পক্ষে একটি গোল করেছেন আলেসান্দ্রো গোলোভিন। এই জয়ের ফলে ৩৩ রাউন্ড শেষে পিএসজির পয়েন্ট ৮৪। টেবিলের দ্বিতীয়স্থানে থাকা লিলে ওএসসির পয়েন্ট ৬৫।